মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ উদ্যোগ

সাব্বির হোসাইন


সাব্বির হোসাইন
মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ও লেখক

জন্ম ও বেড়ে উঠা চট্টগ্রামে।
পড়াশুনো করেছেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞান নিয়ে পড়াশুনো করলেও ক্যারিয়ার গড়েন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ইউনিভার্সিটি কলেজে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।

২০০৭ সালে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস নিয়ে সর্ববৃহৎ ডিজিটাল আর্কাইভ 'মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের' প্রতিষ্ঠা করেন; যা মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষন ও প্রচারে অন্যতম মূখ্য ভূমিকা পালন করছে।

মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস বিষয়ে অসংখ্য প্রবন্ধের লেখক তিনি। তবে, তাঁর গবেষণা ও লেখনির মূল বিষয় মুক্তিযুদ্ধের সময় বিদেশি  ও প্রবাসীদের ভূমিকা।

প্রকাশিত গ্রন্থঃ

১. আর্ন্তজাতিক সংবাদমাধ্যমে মুক্তিযুদ্ধের শেষ ১৬ দিন - অনুপ্রাণন প্রকাশনী - সংগ্রাহক ও অনুবাদক।

২. শ্বেতপত্রঃ হেফাজত ও জামায়াতের মৌলবাদী সন্ত্রাসের ৪০০ দিন - একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি - চট্টগ্রাম অঞ্চলের 'তদন্তকর্মী'।

৩. যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর বিচারঃ রায়ের পূর্ণ বিবরণ - মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্ট ও পাললিক সৌরভ - অনুবাদক ও সম্পাদক।

৪. যুদ্ধাপরাধী মুজাহিদের বিচারঃ রায়ের পূর্ণ বিবরণ - পাললিক সৌরভ - অনুবাদক।

No comments:

Post a Comment

@templatesyard